করোনার মধ্যেই জাপানে বিলাসবহুল ঘড়ির বাজার চাঙ্গা

আপডেট: January 13, 2021 |

বিশ্বে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে দেশে দেশে সাধারণ মানুষের জীবন-জীবিকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি দৈনন্দিন চাহিদা পূরণেও অনেকে হাপিয়ে উঠেছে। কিন্তু এমন দুর্বিষহ সময়েও জাপানের ডিপার্টমেন্ট স্টোর এবং অন্য রিটেইলাররা বিলাসবহুল ঘড়ি এবং চিত্রকর্মের দারুণ বিক্রি দেখেছে।

মহামারী দ্বারা সৃষ্ট মন্দা সত্ত্বেও কিছু দোকানে ১০ মিলিয়ন ইয়েন বা ৯৬ হাজার ডলারের বেশি দামের ঘড়ি বিক্রি হয়েছে।

শীর্ষস্থানীয় ঘড়ি বিক্রেতা ও জুয়েলারি ওয়াচ রিটেইলার জেম ক্যাসেল ইউকিযাকির সভাপতি মাসাকাযু ইউকিযাকি বলেন, আগের চেয়ে অনেক বেশি গ্রাহক এখন বিলাসবহুল ঘড়ি কিনছেন। এমনকি ২০২০ সালে ডিসেম্বরের শেষ দিকে যখন ক্রিসমাস মৌসুম চলছিল তখন ফুকওকা অঞ্চলের জেম ক্যাসেলের একটি বিক্রয়কেন্দ্রে গ্রাহকদের ব্যাপক ভিড় দেখা গিয়েছিল।

তিনি আরও বলেন বিলাসবহুল পণ্যে ব্যয় করা এখন শুধু অতি ধনীদের মধ্যেই সীমিত নয়। এখন চাকরিজীবীরাও দামি ঘড়ি কিনছেন। সূত্র: খবর মাইনিচি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর