প্রাথমিক বিদ্যালয়ে অভিন্ন নকশার শহীদ মিনার তৈরি করবে সরকার

আপডেট: January 16, 2021 |

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে অভিন্ন নকশার শহীদ মিনার তৈরি করবে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) ডিপিই’র মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের দায়িত্ব সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর ওপর ছেড়ে দেওয়ায় একেক বিদ্যালয়ে শহীদ মিনারের ডিজাইন একেক রকম হয়েছে। এখন কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার তৈরি করা হবে। এজন্য কেন্দ্রীয়ভাবে একটি নকশা তৈরি করে সব বিদ্যালয়ে পাঠানো হবে।’

অভিন্ন নকশার শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত বাস্তবায়নে ডিপিই’র পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং বিভাগীয় সব উপ-পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর