আগামী সপ্তাহে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে

আপডেট: January 28, 2021 |

আগামী সপ্তাহে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে। ইতোমধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে সময় চাওয়া হয়েছে।

এদিকে, ফল প্রকাশের শেষ মুহূর্তে এসে ফলপ্রার্থীদের জন্য সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড থেকে ৪টি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে ফল সংগ্রহ করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে শিক্ষাবোর্ডগুলো।

ফলপ্রার্থীদের জন্য নির্দেশনা:
ফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল প্রেরণ করা হবে না।  কোনো অবস্থাতেই ফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।

যারা মুঠোফোনের ক্ষুদেবার্তার মাধ্যমে ফল পেতে ইচ্ছুক তাদের ফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে: HSC< >Board name (First 3 letter) <> Roll<>2020 টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাবে।

টেলিটক ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে ফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

এদিকে, মঙ্গলবার (২৬ জনুয়ারি) রাতে বিশেষ পদ্ধতিতে ফল প্রকাশের জন্য শিক্ষাবোর্ডকে ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৈশাখীনিউজদিপু 

Share Now

এই বিভাগের আরও খবর