সৌরভ আজই ঘরে ফিরছেন

আপডেট: January 31, 2021 |

ভাল আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। ঠিকমতো খাওয়া দাওয়া করছেন। রাতে দারুণ ঘুমও হচ্ছে। আগের থেকে অনেকটাই সুস্থ বোধ করছেন তিনি। তাই আজ সকালেই হাসপাতাল ছেড়ে ঘরে ফিরছেন বিসিসিআই প্রধান। খবর আনন্দবাজারের।

সৌরভের চিকিৎসক ডা. সপ্তর্ষি জানান, ‘রোববার দিনের প্রথম সময়েই তাকে ছুটি দেওয়ার পরিকল্পনা আছে। কারণ সৌরভের শারীরিক অবস্থা বেশ ভালো, চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন। তাই দ্রুত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি জানান, ‘গত কয়েক বছর ধরে সৌরভ পরিমিত খাওয়া দাওয়া করেন। প্রতিদিন নিয়ম করে জিম করেন। তার অসুস্থ হওয়াটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। যদিও এখন চিন্তার কোনও কারণ নেই। আগামী কয়েক দিন বিশ্রামের পরেই উনি আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।’

এর আগে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গত ২ জানুয়ারি প্রথম হাসপাতালে ভর্তি হন সৌরভ। সেবার একটি স্টেন্ট বসানো হয়। তারপর এক সপ্তাহের মধ্যে বাড়িও ফিরে যান। কিন্তু গেল বুধবার ফের বুকে ব্যথা নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। ধমনীর ব্লকেজ বেড়ে যাওয়ায় ফের দু’টি স্টেন্ট বসানো হয়।

মুম্বাইয়ে স্টেন্ট বসানোর পরিকল্পনা থাকলেও কেন এত তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হল? মহারাজের পারিবারিক চিকিৎসকের প্রতিক্রিয়া, প্রথমবার অস্ত্রোপচারের পরে এত কম সময়ের মধ্যে দুটি স্টেন্ট বসাতে আমরা রাজি ছিলাম না। তবে ভবিষ্যতে আরও দুটি স্টেন্ট বসানোর পরিকল্পনা ছিলই। এই হাসপাতালে আসার পর তার ইসিজি করা হয়। হৃদযন্ত্রে কিছু সমস্যা দেখা দেয়। তারপর আমরা বোর্ড গঠন করে অ্যাঞ্জিওপ্লাস্টি করি। অ্যাঞ্জিওপ্লাস্টির পর সৌরভ ভাল আছেন। তাই রোববার তাকে ছুটি দেওয়া হবে।’

এই মুহূর্তে হাসপাতালে পরিবার ও কাছের বন্ধুদের সঙ্গে খোশ মেজাজে আড্ডা দিচ্ছেন ভারতীয় ক্রিকেটের মহারাজ। এবার শুধু ঘরে ফেরার পালা, যা তার অনুরাগীদেরও স্বস্তি দেবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর