৫ বছরে বাজেটে স্বাস্থ্যখাতের বরাদ্দ দ্বিগুণ হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট: February 1, 2021 |

দেশের সব মানুষের স্বাস্থ্য তথ্য সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আগামী ৫ বছরে বাজেটে স্বাস্থ্যখাতের বরাদ্দ দ্বিগুণ হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন,’আইসিটি মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, সমগ্র বাংলাদেশে প্রতিটি ব্যক্তির হেল্থ ডাটা আমরা করতে পারি সেই ব্যবস্থাও আমরা হাতে নিয়েছি এবং যেখানেই দুর্নিতী হয়েছে সেখানেই আমরা ব্যবস্থা নিয়েছি, যারা করেছে তাদেরকে আমরা জেলে পর্যন্ত নিয়ে গেছি। আমরা চাচ্ছি স্বাস্থ্য সেবার মান উন্নয়ন হোক। আগামী ৫ বছরে স্বাস্থ্যসেবার খাতে বাজেট প্রায় দ্বিগুন হয়ে যাবে।’

এসময়, স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, স্বাস্থ্যখাতের যেখানেই দুর্নীতি হয়েছে সেখানেই ব্যবস্থা নেয়া হয়েছে। স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলেও জানান মন্ত্রী। দেশের চিকিৎসা ক্ষেত্রে উচ্চশিক্ষা, গবেষণা ও সেবার মান সম্প্রসারণে আনীত ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল’ ২০২১ পাশ হয় সংসদে।

Share Now

এই বিভাগের আরও খবর