ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করায় রোষের মুখে মার্কিন আইনপ্রণেতা

আপডেট: February 2, 2021 |

ম্যাজোরি টেইলর গ্রিন যুক্তরাষ্ট্রের একজন আইনপ্রণেতা। বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু মানুষের মতো গত নভেম্বরে নির্বাচিত এ জনপ্রতিনিধিও বিশ্বাস করেন, যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা হয়নি। বরং সেটি মঞ্চস্থ করা হয়েছিল। তার মতে, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ফ্লোরিডার স্কুলে সন্ত্রাসী হামলার ঘটনাও ছিল সাজানো। এসব ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করায় তার ওপর ডেমোক্রেট ও রিপাবলিকান দুই দলেরও রাজনীতিবিদরা ক্ষিপ্ত।

ম্যাজোরি টেইলর গ্রিন রিপাবলিকান রাজনীতিবিদ। তার নাম উল্লেখ না করে রিপাবলিকান রাজনীতিবিদ ও সিনেটে রিপাবলিকানদের নেতা মিচ ম্যাককনেল বলেছেন, এমন ব্যক্তি দল ও দেশের জন্য ক্যান্সার।

গ্রিনকে শিক্ষা ও শ্রম কমিটি এবং বাজেট কমিটিতে রেখেছেন হাউজ রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি। এরইমধ্যে ডেমোক্রেটরা প্রস্তাব দিয়েছে সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক এই আইনপ্রণেতাকে এসব কমিটি থেকে বহিষ্কার করার।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর