বর্ষা আসার আগেই দক্ষিণের সব খাল পরিষ্কারের প্রতিশ্রুতি তাপসের

আপডেট: February 3, 2021 |

জলাবদ্ধতা নিরসনে বর্ষা মৌসুমের আগেই ঢাকা দক্ষিণ সিটির খালগুলো পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার সকালে, রাজধানীর কুতুবখালী শনিরআখড়া মৃধাবাড়ি খালসহ কয়েকটি খাল পরিদর্শন করে তিনি একথা বলেন।

দক্ষিণ সিটির মেয়র তাপস বলেন, এসব খালের দুই ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সাইকেল লেন, হাঁটার রাস্তা এবং নান্দনিক পরিবেশ গড়ে তোলা হবে। গত ৩০ দিনে ৫৭ হাজার টন ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়েছে। আগামী ৬০ দিনে দুই লাখ টন বর্জ্য পরিষ্কার করার লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানিয়েছেন মেয়র।

এছাড়া শ্যামপুর এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিল্প কারখানার ব্যাপারে পরিবেশ অধিদপ্তরকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের অধীনে থাকা খাল ও স্থাপনা দ্রুত সিটি দক্ষিণ সিটি করপোরেশনের কাছে ফিরিয়ে দেয়ারও আহ্বান জানান মেয়র।

Share Now

এই বিভাগের আরও খবর