রাজউকের নতুন চেয়ারম্যান সাঈদ হাসান

সময়: 12:41 pm - February 16, 2021 | | পঠিত হয়েছে: 2 বার

পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. সাঈদ হাসান শিকদারকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়।

ড. সাঈদ হাসান শিকদার পরিকল্পনা মন্ত্রণালয়ের ‘শিল্প ও শক্তি’ বিভাগের প্রধান হিসাবে কর্মরত। রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সদস্য উন্নয়ন ও নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা মো. শফিউল হকের স্থলাভিষিক্ত হবেন তিনি।

জানা যায়, রাজউকের চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ নূর আলম ৪ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে যান। এরপর ৮ ফেব্রুয়ারি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের (প্রশাসন-৬) উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক অফিস আদেশে মো. শফিউল হককে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর