সিরিয়া সফরে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, নানা ইস্যুতে আলোচনা

আপডেট: February 25, 2021 |

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে একটি প্রতিনিধিদল নিয়ে বুধবার সিরিয়া সফরে গেছেন। এরইমধ্যে তিনি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে বৈঠক করেছেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বৈঠকে দুই পক্ষ মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি এবং ইরান ও সিরিয়ার মধ্যে যোগাযোগ এবং পরামর্শ বাড়ানোর ওপর জোর দিয়েছে যাতে ভ্রাতৃপ্রতীম দু’ দেশের সম্পর্ক আরও জোরালো হয়। বৈঠকে দু’ দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

ইরানের বিরুদ্ধে অবৈধ এবং অমানবিক নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে যৌথ প্রচেষ্টা জোরদার করতে হবে। এসময় খাতিবজাদে সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার জন্য ইরানের পক্ষ থেকে সমর্থন ঘোষণা করেন।

দামেস্ক সফরে খাতিবজাদে সিরিয়ার তথ্যমন্ত্রী ইমাদ সারাহর সঙ্গেও বৈঠক করেছেন। এ বৈঠকে তিনি দুই দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর