কোনওভাবেই দেশে ফিরে নাগরিকত্ব ফিরিয়ে নিতে লড়াই চালিয়ে যেতে পারবেন না শামিমা

আপডেট: February 26, 2021 |

ব্রিটিশ সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট লর্ড রবার্ট রিড বলেন, দেশটির আপিল আদালত যখন শামিমা বেগম দেশে ফিরতে পারে বলে রুল দেন, তখন তারা ৪টি ভুল করেছেন। কোনওভাবেই দেশে ফিরে নাগরিকত্ব ফিরিয়ে নিতে লড়াই চালিয়ে যেতে পারবেন না শামিমা বেগম। সিএনএন

২০১৫ সালে স্কুলের ২ বান্ধবীর সঙ্গে দেশ ছেড়ে সিরিয়া গিয়ে আইএসে যোগ দেন শামিমা। সেখানে এক জঙ্গির সঙ্গে তার বিয়ে হয়। এই ঘটনার প্রেক্ষিতে তার নাগরিকত্ব বাতিল করে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইএস এর পতনের পর থেকে তিনি একটি শরণার্থী শিবিরে বাস করছেন। ৩টি সন্তান জন্ম দিয়েছেন তিনি। ৩টিই মারা গেছে। বিবিসি

রিড জানান, আপিল আদালত শামিমার নিরপেক্ষ শুনানির ব্যাপারে যে আদেশ দিয়েছিলো, তা সঠিক নয়। তিনি মনে করেন, সাধারণ জনগনের জন্য হুমকি শামিমা। যা তার নিরপেক্ষ বিচার পাওয়ার অধিকারের চেয়েও বেশি জরুরি। দ্য গার্ডিয়ান

এর আগে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরামর্শ দিয়েছিলো, শামিমা যেনো তার বাবা মায়ের দেশ বাংলােেদশে ফিরে যান। কিন্তু বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমানে রাষ্ট্রহীন এই তরুণি কখনই বাংলাদেশের নাগরিক ছিলেন না। তাই তাকে দেশে ফিরিয়ে নেওয়ার প্রশ্নই ওঠেনা। শামিমা নিজেও সে কথা স্বীকার করে সবসময়েই যুক্তরাজ্যে ফিরতে চেয়েছেন। ডেইলি মেইল

বৈশাখী নিউজদিপু

Share Now

এই বিভাগের আরও খবর