বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে মিয়ানমারের সামরিক সরকার

আপডেট: February 27, 2021 |

কঠোর অবস্থানে যাচ্ছে মিয়ানমারের সামরিক সরকার। আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) ইয়াঙ্গুনসহ বিভিন্ন শহরে বিক্ষোভ দমনে আরো বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। টিয়ারসেল ছোড়া হয়েছে বিক্ষোভকারীদের ওপর।

আর জমায়েত হতে শুরু করলেই পুলিশ তাদের আটক করছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আটকদের মধ্যে দুই গণমাধ্যমকর্মীও রয়েছে।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ মোয়ে তুন গণতন্ত্র ফেরাতে সামরিক জান্তার বিরুদ্ধে যে কোন ব্যবস্থা নেয়ার আহ্বান জানানোর পরই এই কঠোর পদক্ষেপ নেয়া হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদে চীনের রাষ্ট্রদূত বলেন, মিয়ানমারের সার্বভৌমত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মান দেখানো উচিত।

আর রাশিয়া জানায়, অভ্যন্তরীণ বিষয়ে অন্য জাতির হস্তক্ষেপ করা উচিত নয়। এদিকে, অং সান সু চির দল এনএলডির পক্ষ থেকে বলা হয়, এ সপ্তাহে সুচিকে গৃহবন্দি অবস্থা থেকে সরিয়ে অজানা কোন স্থানে নেয়া হয়েছে।

এর আগে, শুক্রবার ইয়াংগুন ও মান্দালয় শহরে চলা বিক্ষোভ ঠেকাতে রাবার বুলেট, টিয়ার গ্যাস ও গুলি ছোড়ে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর