আয়ারল্যান্ডের রুহান প্রিটোরিয়াস করোনাভাইরাসে আক্রান্ত ,চট্টগ্রামে খেলা স্থগিত

আপডেট: March 5, 2021 |

৩০ ওভার খেলা চলার পর জানা গেল এক ক্রিকেটারের করোনা পজিটিভ। অতঃপর তড়িঘড়ি করে ম্যাচ বন্ধের সিদ্ধান্ত দেওয়া হয়।

আয়ারল্যান্ড উলভস ও বাংলাদেশ ইমার্জিং দলের মধ্যকার ম্যাচের ঘটনা এটি। শুক্রবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছিল পাঁচ ওয়ানডের প্রথম ম্যাচটি।

ম্যাচের প্রায় দুই ঘণ্টা অতিবাহিত হওয়ার পর খেলাটি বন্ধ করে দিয়েছে ম্যাচ অফিসিয়াল।

কারণ হিসেবে জানা গেছে, করোনার হানা পড়েছে আয়ারল্যান্ড দলে।  আয়ারল্যান্ডের একাদশে থাকা পেসার রুহান প্রিটোরিয়াস করোনাভাইরাসে আক্রান্ত। এ খবরে আর ঝুঁকি না নিয়ে প্রথম ওয়ানডে চলাকালে খেলা স্থগিত করে দিয়েছে কর্তৃপক্ষ।

সবার করোনা টেস্টের পর ফলের ভিত্তিতে দ্বিতীয় ওয়ানডে নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, বন্দরনগরীতে দ্বিতীয় ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ৭ মার্চ।  অর্থাৎ দুদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসছে।

আজ ম্যাচটি স্থগিত হওয়ার আগে ৩০ ওভার খেলা হয়ে গিয়েছিল।  ৪ উইকেট হারিয়ে ১২২ রান করেছিল বাংলাদেশ। আর তখনই প্রিটোরিয়াসের করোনা আক্রান্তের খবরের পর পর খেলা বন্ধ করে দেওয়া হয়।

সূচি অনুযায়ী, চট্টগ্রামে আগামী ৯ মার্চ হবে তৃতীয় ওয়ানডে।  এর পর ঢাকায় ফিরবে দুদল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ১২ ও ১৪ মার্চ শেষ দুটি একদিনের ম্যাচ খেলার পর একই ভেন্যুতে ১৭ ও ১৮ মার্চ দুটি টি২০ খেলবে সফরকারী দল।

এক মাসের সফরে গত ১৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে আসে আয়ারল্যান্ড উলভস দল।

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর