মিয়ানমারে অচলাবস্থা থেকে মুক্তি পেল কয়েকশ’ বিক্ষোভকারী

আপডেট: March 9, 2021 |

মিয়ানমারের ইয়াঙ্গুনের একটি জেলায় ‘আটকে পড়েছিল’ কয়েকশ’ বিক্ষোভকারী। রাতভর অচলাবস্থার পর মঙ্গলবার ভোরের দিকে ছাড়া পেয়েছেন তারা।

তবে সনচোং জেলায় রাতভর বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে প্রায় অর্ধশত ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। খবর আলজারিরার।

অ্যাক্টিভিস্টরা মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর ঘেরাওয়ের মধ্যে পড়া বেশ কিছুসংখ্যক বিক্ষোভকারী ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হয়েছে।

এদিকে বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সরে গেলে তারা ভোরে ওই এলাকা থেকে বেরিয়ে আসেন।

দেশটিতে ১ ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকেই প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ চলছে। এ পর্যন্ত অন্তত ৫৪ জন বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে বলে জানা গেছে।

এদিকে সোমবারও দেশটিতে কমপক্ষে তিনজন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিক্ষোভকারীরা সেনা শাসনের অবসান এবং অং সান সুচিসহ আটক নেতাদের মুক্তির দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর