সাভারের আশুলিয়ায় শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ড

আপডেট: March 17, 2021 |

সাভারের আশুলিয়ায় শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ২০টি ঘর পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার জামগড়া এলাকার আব্বাসিয়া মার্কেটের পেছনে জাহাঙ্গীর ও মনির হোসেনের শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ডিইপিজেডের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে আব্বাসিয়া মার্কেটের পেছন থেকে আগুনের ধোঁয়া দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম  বলেন, আগুনের খবর পেয়ে ডিইপিজেডের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় ২০টি কক্ষ পুড়ে যায়।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এলাকাবাসী জানান, আব্বাসিয়া মার্কেটের পেছনের জমি হান্নান ও মান্নানসহ অন্য লোকজন ৩০০ কলোনি করে ভাড়া দিয়েছেন। প্রতি বছর একবার এ কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটে। এ বছর এই প্রথম বুধবার সকাল ১০টার দিকে আগুন লেগে ২০টি কক্ষ পুড়ে যায় এবং শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুন লাগার কারণে শ্রমিকরা কোনো মালামাল বের করতে পারেননি।

ঘটনাস্থল আশুলিয়া থানা পুলিশ পরিদর্শন করেছে।

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর