রমজানের শেষ দশ দিন ২৪ ঘন্টা মসজিদে নববী খোলা থাকবে

আপডেট: March 19, 2021 |

আসন্ন রমজান উপলক্ষে পরিকল্পনা ঘোষণা করেছে মসজিদে নববী (সা.) পরিচালনা কমিটি।

এতে বলা হয়, তারাবির নামাজির আধাঘন্টা পর মসজিদে নববী বন্ধ করা হবে এবং ফজরের নামাজের ২ ঘন্টা আগে পুনরায় খোলা হবে। তবে রমজানের শেষ দশ দিন ২৪ ঘন্টা মসজিদ খোলা থাকবে।

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে একসাথে ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের ভেতরে এবং মাঠে একই পরিমাণ মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন।

রিয়াজুল জান্নাহ, ইমাম, মসজিদে নববীর স্টাফ এবং জানাজার নামাজে অংশগ্রহণকারীদের জায়গা নির্ধারিত থাকবে।

মুসল্লিরা মসজিদের ভিতরে, মাঠে এবং মসজিদের ছাদে নামাজ আদায় করতে পারবেন। এসব কাজ নিয়মিত পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে হারামাইন শরিফাইন পরিচালনা কমিটি।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর