বরেণ্য সংগীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহর মৃত্যুবার্ষিকী আজ

আপডেট: March 23, 2021 |

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৯ সালের আজকের এই দিন মারা যান।

শাহনাজ রহমতউল্লাহ ১৯৫২ সালের ২ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা এম ফজলুল হক ও মা আসিয়া হক। তার ভাই আনোয়ার পারভেজ সুরকার ও সংগীত পরিচালক এবং আরেক ভাই জাফর ইকবাল ছিলেন চলচ্চিত্র অভিনেতা ও গায়ক। দশ বছর বয়স থেকেই তিনি গান শুরু করেন। প্রায় সেই বয়সেই গান করেন চলচ্চিত্র, টেলিভিশন আর বেতারে। খেলাঘর থেকে শুরু করা এ শিল্পী পরে গজলসম্রাট মেহেদি হাসানের শিষ্য হয়েছিলেন।

১৯৬৩ সালে ‘নতুন সুর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেছিলেন তিনি। গানের জগতে ৫০ বছরে শাহনাজ রহমতউল্লাহর চারটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। প্রথমটি ছিল প্রণব ঘোষের সুরে ‘বারটি বছর পরে’, তারপর প্রকাশিত হয় আলাউদ্দীন আলীর সুরে ‘শুধু কি আমার ভুল’।

শাহনাজ রহমতউল্লাহকে ১৯৯২ সালে একুশে পদক দেওয়া হয়। ১৯৯০ সালে ‘ছুটির ফাঁদে’ ছবিতে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এ ছাড়াও তিনি বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর