পবিত্র শবে বরাতের ছুটি আগামী ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ

চাঁদ এক দিন পিছিয়ে যাওয়ায় পবিত্র শবে বরাতের ছুটি পুনর্নির্ধারণ করছে সরকার। আগামী ২৯ মার্চের পরিবর্তে এই ছুটি হবে ৩০ মার্চ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, চাঁদ দেখার ওপর শবে বরাতের ছুটি নির্ভরশীল। শবে বরাতের পরদিন সরকারি ছুটি থাকে। আগামী ২৯ মার্চ (সোমবার) শবে বরাত পালিত হওয়ায় ৩০ মার্চ (মঙ্গলবার) ছুটি পালিত হবে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগে এ ছুটি ছিল ২৯ মার্চ।

শবে বরাতের পরের দিন নির্বাহী আদেশে ছুটি থাকে। তবে ছুটি পুনর্নির্ধারণ করে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

বৈশাখী নিউজবিসি