ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামেনুয়েল ম্যাক্রোঁ দাবি করছেন, ফরাসি নির্বাচনে হস্তক্ষেপের পরিকল্পনা করছে তুরস্ক।
আগমিী বছর অনুষ্ঠিতব্য ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে তুরস্ক হস্তক্ষেপ করতে পারে বলে তিনি গণমাধ্যমে সম্প্রতি তার আশঙ্কার কথা জানিয়েছেন। খবর আরব নিউজের।
ফ্রান্স-৫ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, তুরস্কের এ অপতৎপরতা মোটেও গ্রহণযোগ্য না।
তার দাবি, তুরস্কোর রাষ্ট্রীয় প্রচার মাধ্যমেও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। ম্যাক্রোঁ আরও বলেন, আমার বক্তব্যগুলো ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং আমাকে ইসলামবিদ্বেষী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে।
তুরস্ক এবং ফান্স সম্প্রতি বেশ কয়েকটি বিষয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে। এর মধ্যে অন্যতম ভূমধ্যসাগরে চালানো জরিপ, নগোরনো-কারাবাখের যুদ্ধ, সিরিয়া এবং লিবিয়ার গৃহযুদ্ধ।
অন্যদিকে, তুরস্কোর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও কড়া সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্টকে ইসলামবিদ্বেষী হিসেবে উল্লেখ করেন। এমনকি দীর্ঘদিন ধরে ফরাসি পণ্য বয়কটেরও ডাক দিয়ে আসছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/