স্বাধীনতাবিরোধীরা মোদিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টি করেছে: তথ‌্যমন্ত্রী

সময়: 3:32 pm - March 27, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে অনেক স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল আছে যারা প্রথম ধর্মকে নিয়ে আসে। উগ্র সাম্প্রদায়িকতায় উদ্বুদ্ধ হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

তারা ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন না করে নরেন্দ্র মোদিকে কেন্দ্র বিশৃঙ্খলা, নৈরাজ্য সৃষ্টি করেছে।

আজ শনিবার (২৭ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ফ্রেন্ডস অব বাংলাদেশের সহসভাপতি সত্যম রায় চৌধুরী সম্পাদিত ‘বঙ্গবন্ধু ফর ইউ’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘নরেন্দ্র মোদি কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে আসেননি, তিনি পুরো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এখানে এসেছেন।

অথচ স্বাধীনতার অপশক্তিরা এটাকে কেন্দ্র করে রেলস্টেশন, ভূমি অফিস জ্বালিয়ে দিয়েছে। আমি দৃঢ়তার সঙ্গে বলছি, তাদের ব্যক্তিগত খবর নিয়ে দেখবেন তাদের বাবা, দাদারা রাজাকার ছিল।’

ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রধান সমন্বয়ক এ এস এম সামছুল আরেফিন সভাপতিত্বে আরও অনেকে বক্তব্য রাখেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর