সড়কে ময়লার স্তুপ ফেলে রেখে ‘আবর্জনা ধর্মঘট’ পালন করেছে মিয়ানমারের অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীরা। মঙ্গলবার দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনে এ ধর্মঘট পালিত হয়েছে।
গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। প্রায় দুই মাস ধরে চলা বিক্ষোভে দেশটিতে ৫১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর গুলি ও নির্যাতনে। মঙ্গলবার দুজনকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।
রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার প্রতিবাদ জানাতে বিক্ষোভকারীরা নতুন পন্থা অবলম্বন করেছে। তারা নগরীর বাসিন্দাদের গৃহস্থালি বর্জ্য সড়কে এনে ফেলার আহ্বান জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি পোস্টারে লেখা ছিল, ‘এই আবর্জনা ধর্মঘট জান্তা বিরোধী ধর্মঘট। প্রত্যেকেই যোগ দিতে পারবেন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দেখা গেছে, সড়কজুড়ে আবর্জনার স্তুপ গড়ে তুলেছেন বাসিন্দারা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/