ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের ছোট-নুনতোর গ্রামের পুত্রবধূর লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যুর খবর পাওয়া গেছে।
খবর পেয়ে মঙ্গলবার (৩০ মার্চ) সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে থানা থানা-পুলিশ।
মৃত মহিরুল ওরফে টলি বেগম (৭৫) ছোট-নুনতোর গ্রামের মহিরউদ্দীনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে ভুগছিলেন।
স্থানীয়রা জানায়, মৃত টলি বেগমের ছেলে মসিরউদ্দীন ওরফে টেংকুর স্ত্রী দেলোয়ারা কথাকাটির জেরে সোমবার রাতে তার শাশুড়ির শরীরে লাঠি দিয়ে বেত্রাঘাত করে। পরে বিছানায় শুয়ে পড়লে আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের লোকজন শয়নকক্ষে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।
রাণীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/