বার্সাকে মেসির ৩ শর্ত

সময়: 9:10 am - April 3, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

জল্পনা শুরু হয়েছে আগামী বছর লিওনেল মেসির বার্সেলোনা থাকা না থাকা নিয়ে। বিষয়টি নিয়ে যখন তুমুল আলোচনা, তখন বার্সেলোনা কর্তৃপক্ষকে তিনটি শর্ত দিলেন মেসি বলে জানা গেছে। বলা হচ্ছে, শর্তগুলো পূরণ হলে তবেই বার্সায় থাকার কথা ভাববেন মেসি।

শর্তগুলোতে বলা হয়ছে, আগামী মৌসুমে এমন এক টিম বানানো হোক, তাতে যেন ভারসাম্য থাকে। তারকার পিছনে ছুটুক ক্লাব, সেটা একেবারেই চাইছেন না। চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য নেই বার্সার। ক্লাবের খারাপ সময় যাচ্ছে। যে কারণে সমালোচনার মুখে পড়তে হচ্ছে মেসিদের।

এছাড়া মেসি যে কোনও প্রয়োজনে ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা বলার জায়গা খোলা রাখার দাবি রেখেছেন। যাতে টিমের মধ্যে কোনও সমস্যা, কোচের সঙ্গে কোনও ঝামেলা কিংবা অন্য কোনও বিতর্ক তৈরি হলে যাতে সরাসরি কথা বলে মেটাতে পারেন তিনি।

উল্লেখ্য, জুলাই মাস থেকে ফ্রি এজেন্ট হয়ে যাবেন মেসি। যে কারণে তাকে পেতে মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়ছে বিশ্বের অন্যতম সেরা টিমগুলো। মেসি কী ভাবছেন? তিনি কোন ক্লাবে খেলবেন? এ নিয়ে ব্যাপক আলোচনা। কিন্তু মেসিকে বার্সাতেই রেখে দেওয়ার জন্য মরিয়া কর্তারা।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর