ভ্যাকসিনের বিনিময়ে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাপ দিচ্ছে চীন!

আপডেট: April 8, 2021 |

করোনা ভ্যাকসিনের বিনিময়ে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে প্যারাগুয়েকে চাপ দিচ্ছে চীন বলে মন্তব্য করেছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী। তাইওয়ানকে স্বাধীন ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়া অল্প কয়েকটি দেশের মধ্যে লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে একটি।

প্যারাগুয়েকে করোনা ভ্যাকসিন কেনার ব্যাপারে সহযোগিতা করতে ভ্যাকসিন উৎপাদক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী। তার ওই আহ্বানে সাড়া দিয়ে প্যারাগুয়েকে এক লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেওয়ার ঘোষণাও দিয়েছে ভারত।

চীন ও তাইওয়ানের দ্বন্দ্ব অনেক পুরনো। তাইওয়ানে নিজেদের কর্তৃত্ব স্থাপনের চেষ্টায় সম্প্রতি সামরিক পদক্ষেপ জোরদার করেছে বেইজিং। গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই তাইওয়ানের আকাশসীমায় যুদ্ধবিমানের মহড়া দিচ্ছে চীনারা। গত সোমবারও চীনের একদল যুদ্ধবিমানবাহী জাহাজ দ্বীপটির কাছে মহড়া দিয়েছে বলে জানিয়েছে বেইজিং।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর