গ্রানাদাকে উড়িয়ে সেমির পথে ম্যানইউ

আপডেট: April 9, 2021 |

দাপুটে জয়ে ইউরোপা লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো ম্যানচেস্টার ইউনাইটেড। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্প্যানিশ ক্লাব গ্রানাদাকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা।

ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় ম্যানইউ। ভিক্তর লিন্ডেলফের দূরপাল্লার পাস থেকে বল পেয়ে ৩১তম মিনিটে গ্রানাদা গোলরক্ষক রুই সিলভাকে বোকা বানান মার্কাস রাশফোর্ড।

এরপর সমতায় ফিরতে চেষ্টা করে স্প্যানিশ দলটি। সুযোগও তারা পেয়েছিল। তবে ম্যানচেস্টার সিটি থেকে ধারে লস কারমেনেসে আসা ইয়াঙ্গেল হেরেরার নেওয়া শটে বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। সাবেক টটেনহাম স্ট্রাইকার রবার্তো সোলদাদোও নষ্ট করেন সহজ সুযোগ।

ওলে গানার সুলশারের দল ব্যবধান দ্বিগুণ করে নেয় ম্যাচের অন্তিম মুহূর্তে। ব্রুনো ফার্নান্দেসকে ফাউল করলে পেনাল্টি পায় ইউনাইটেড। ৯০তম মিনিটে সফল স্পট-কিক নেন পর্তুগিজ মিডফিল্ডার।

দু’দলের ফিরতি লেগ হবে ১৫ এপ্রিল। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে গ্রানাদাকে আতিথেয়তা দেবে ম্যানইউ। দুই লেগ মিলিয়ে এগিয়ে থাকা দল শেষ চারে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে আয়াক্স বা রোমাকে। আরেক ম্যাচে ডাচ ক্লাব আয়াক্সের মাঠে গিয়ে ২-১ ব্যবধানে জিতেছে ইতালিয়ান ক্লাব রোমা।

গত ১৭ ম্যাচে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র এক ম্যাচে হেরেছে ইউনাইটেড। তবে গ্রানাদার বিপক্ষে ফিরতি লেগে তাদের মাঠে নামতে হবে মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনে, লেফ্ট-ব্যাক লুক শ এবং সেন্ট্রাল ডিফেন্ডার হ্যারি মাগুইরেকে ছাড়া। স্পেন সফরে গিয়ে হলুদ কার্ড দেখেছেন এই তিনজন। আগের ম্যচেও তাদের হলুদ কার্ড ছিল।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর