শেরপুর সদর উপজেলার মুন্সিরচর টানকাছার গ্রামে শাহানা বেগম (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহান বেগম মুন্সিরচর টানকাছার গ্রামের আয়নাল হকের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে শাহানা গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে শাহানার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার গলায় কালো দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/