ডগিকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি। এটি বিট কয়েনের মতো ততটা জনপ্রিয় না হলেও বিশ্বের অন্যতম সেরা ধনী মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের একটি টুইটে এর দাম বেড়েছে ১০০ শতাংশেরও বেশি। শুক্রবার সকালে এর দাম উঠেছে ০.২৯৮ মার্কিন ডলার, যা এ যাবৎকালের সর্বোচ্চ।
ক্রিপ্টোকারেন্সি নিউজ ও তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘কয়েনডেস্ক’ এ তথ্য নিশ্চিত করেছে।
টুইটে কী লিখেছিলেন ইলন মাস্ক
ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলার সিইও ইলন মাস্ক তার টুইটার হ্যান্ডলে লেখেন, “ডগি বার্কিং অ্যাট দ্য মুন (ডগি চাঁদে ডাকছে)।”
তার এই টুইটের পরই লাফিয়ে বাড়তে শুরু করে ডগিকয়েনের দাম। সূত্র: সিএনএন
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/