ভারতে আবারও করোনা (কোভিড ১৯) হাসপাতালে অগ্নিকাণ্ড হয়েছে। এবার দেশটির ছত্তিশগড় রাজ্যের রায়পুরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে আগুনে পুড়ে ৫ জন রোগী মারা গেছেন।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ওই আগুন লাগে। তখন হাসপাতালে অন্তত ৫০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে ২৯ জন রোগীকে তাৎক্ষণিকভাবে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা তার্কেশ্বর প্যাটেল জানান, আগুনে ৫ জনের মৃত্যু হয়েছে। একজনের মৃত্যু হয় আগুনে ঝলসে, ৪ জন মারা গেছেন ধোঁয়ায় দমবন্ধ হয়ে। এ ছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন।
তিনি জানান, আহত ও অন্যান্য রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে গত ৯ এপ্রিল মহারাষ্ট্রের নাগপুরের একটি বেসরকারি কোভিড হাসপাতালে আগুন লেগে চারজনের মৃত্যু হয়। সূত্র: এনডিটিভি
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/