সেনা অভ্যুত্থানপরবর্তী সহিংসতা রোধে মিয়ানমারেরর সামরিক বাহিনীর সঙ্গে কাজ করতে জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তেনিও গুতেরেসের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক মহাসচিব বান কি মুন।
সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি বলেন, মিয়ানমারে চলা অভ্যন্তরীণ বিশৃঙ্খলার বিষয়টি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর এড়িয়ে যাওয়া উচিত নয়।
পরবর্তী সময় সহিংসতা যেন না বাড়ে সে জন্য জাতিসংঘের দক্ষ প্রতিনিধিদের মিয়ানমার সেনাদের সঙ্গে কাজ করা উচিত বলেও জানান তিনি। বৈঠকে বর্তমান মহাসচিব আন্তেনিও গুতেরেস বলেছেন, মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত শ্র্যানার বার্গনার অভূত্থান শুরুর পর থেকেই মিয়ানমার সেনাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন।
দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করেছেন। পরবর্তী সহিংসতা রোধে ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে আঞ্চলিক নেতাদের এগিয়ে আসার তাগিদ দিয়েছেন গুতেরেস।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/