জামালপুরের ইসলামপুর উপজেলায় সুজন মিয়া (৩৩) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার যমুনা নদীর দুর্গম এলাকা প্রজাপতির চরে এ ঘটনা ঘটে।
নিহত সুজন মিয়া ইসলামপুরের বেলগাছা ইউনিয়নের চর বড়ুল গ্রামের আকবর তালুকদারের ছেলে।
পুলিশের ইসলামপুর সার্কেলের এএসপি মো. সুমন মিয়া জানান, সাপধরী ইউনিয়নের প্রজাপতি বাজারে ইফতার শেষে মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে একটি দোকানের সামনে বসেছিলেন সুজন।
এ সময় প্রতিপক্ষের ১০/১২ জন এসে তাকে ধরে নিয়ে গলা কেটে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত সুজন মিয়ার বিরুদ্ধে হত্যাসহ মোট ১৩টি মামলা রয়েছে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/