মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস জুনে সেন্ট্রাল আমেরিকা সফর করবেন এবং যুক্তরাষ্ট্র সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের ভির নিয়ে গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামতির সঙ্গে আগামী সপ্তাহে ভার্চুয়াল আলোচনা করবেন। বুধবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দীর্ঘ দিন ধরে চলা অনিয়ন্ত্রিত অভিবাসন সমস্যার সমাধানের লক্ষ্যে প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে কাজ করা হ্যারিস সোমবার গিয়ামতির সঙ্গে ভার্চুয়ালি আলোচনা করবেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্টের নারী মুখপাত্র সিমন স্যান্ডার্স বলেন, ‘এ দুই নেতা অভিবাসন বিষয়ে জোরালো সহযোগিতার পাশাপাশি গুয়াতেমালার জনগণের জরুরি ত্রাণ চাহিদা মেটাতে একত্রে কাজ করা নিয়ে আলোচনা করবেন।’
স্যান্ডার্স বলেন, হ্যারিস গুয়াতেমালা কমিউনিটির বিভিন্ন সংগঠনের সাথে ভিডিও’র মাধ্যমে একটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন এবং ‘অভিবাসনের মূল কারণগুলো সমাধানের’ বিষয় নিয়ে আলোচনা করবেন। খবর এএফপি
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/