মহামারী করোনার তাণ্ডব ঠেকাতে তুরস্কে চারদিনের হলিডে কারফিউ ঘোষণা করা হয়েছে। সেখানে দেশব্যাপী আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত এই কারফিউ চলবে। খবর আনাদোলু এজেন্সির।
জানা গেছে, ২২ এপ্রিল জাতীয় সার্বভৌমত্ব ও শিশু দিবসের ছুটির পাশাপাশি আজ সন্ধ্যা ৭টা থেকে ২৬ এপ্রিল ভোর ৫টা পর্যন্ত চার দিনের কারফিউ ঘোষণা করে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি জারি করেছে।
উল্লেখ্য, গত সপ্তাহ থেকে তুরস্কে নতুন করে করোনা শনাক্ত রোগী ও মৃত্যু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পবিত্র রমজান মাসে প্রথম দুই সপ্তাহে সংক্রমণ বাড়ায় এই বিশেষ ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/