দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হবে পাকিস্তান-জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলা শুরু হবে আজ শুক্রবার (২৩ এপ্রিল) বিকাল ৩টায়।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১১ রানের জয়ে পাকিস্তান ৩ ম্যাচের সিরিজে লিড নিয়েছে। এ নিয়ে মুখোমুখি ১৫ ম্যাচের সবগুলোই জিতেছে পাকিস্তান। প্রথম ম্যাচে ৫টি ক্যাচ ফেলার হতাশা থেকে বেরিয়ে আসতে চান জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস। পাকিস্তান অধিনায়ক বাবর আজমও দলের ব্যাটিংয়ে সন্তুষ্ট নন।
প্রথম ম্যাচে অপরাজিত ৮২ রান করেন মোহাম্মদ রিজওয়ান; সে ছাড়া বাকিরা সেভাবে জ্বলে উঠতে পারেনি। হায়দার আলী-দানিশ আজিজের মত নতুনদের ফর্ম নিয়ে চিন্তিত পাক অধিনায়ক। সুস্থ হয়ে এই ম্যাচে জিম্বাবুয়ে একাদশে ফিরবেন ব্রেন্ডন টেইলর।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/