অবশেষে জেরুজালেমে তারাবির নামাজ আদায়ে বাঁধা দূর হলো। রক্তক্ষয়ী সংঘাতের পর রোববার সন্ধ্যায় দামেস্ক গেট থেকে ব্যারিকেড সরিয়ে নিতে বাধ্য হয় ইসরায়েলি কর্তৃপক্ষ।
দু’সপ্তাহে প্রথমবারের মতো এলাকাটিতে তারাবির জামাত আয়োজনের সুযোগ পায় ফিলিস্তিনিরা। ইসলামি নেতাদের আহ্বানে অঞ্চলটি উন্মুক্ত করে দেয়ার নির্দেশ দেন পুলিশ কমিশনার।
এ ঘোষণার পর উল্লাসে ফেটে পড়ে মুসলিমরা। রমজান মাসে তারাবিহ আদায়ে পূর্ব জেরুজালেমের সবচেয়ে জনপ্রিয় এলাকা এটি। তবে শুরু থেকেই এতে বাধা সৃষ্টি করছে ইহুদি জনগোষ্ঠী।
নামাজ আদায় করতে না দেয়ায় গত তিনদিন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকাটি। বিক্ষোভ ছড়ায় পশ্চিম তীরসহ অন্যান্য শহরেও। রণক্ষেত্রে পরিণত হয় জেরুজালেমের দামেস্ক গেট এলাকা।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/