করোনাভাইরাস প্রতিরোধে প্রথমবারের মতো সর্বাত্মক লকডাউন শুরু হলো তুরস্কে। বুধবার (২৯ এপ্রিল) থেকে এ লকডাউন শুরু হয়। চলবে আগামী ১৭ মে পর্যন্ত।
দৈনিক সংক্রমণ শনাক্তের তালিকায় বর্তমানে বিশ্বের চতুর্থ দেশ তুরস্ক। গত সপ্তাহ থেকেই দিনে ৪০ হাজারের বেশি মানুষের শরীরে মিলছে করোনাভাইরাস। গড় মৃত্যু ৩৫০-এর ওপর। সেই কারণে গোটা দেশে প্রথমবারের মতো লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
এর আওতায় কঠোরভাবে মানতে হবে ‘স্টে অ্যাট হোম’ বিধিমালা। বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান; অনলাইনে চলবে পাঠদান। গণপরিবহনেও অর্ধেক যাত্রী বহন করতে হবে। অন্যান্য শহর ভ্রমণে দেখাতে হবে যৌক্তিক কারণ। জরুরি চিকিৎসা সেবা, খাবার, পানি ও জ্বালানি সরবরাহের পাশাপাশি কয়েকটি ব্যবসায়কে দেওয়া হয়েছে বিশেষ ছাড়।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/