করোনাভাইরাাসে বেসামাল ভারত। দেশটিতে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আগের রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। প্রচণ্ড অক্সিজেন সংকটে মৃত্যু হয়েছে বহু মানুষের। মর্গ ও শ্মশানে ভিড় পড়ে গেছে। শ্মশানে জায়গার সংকুলান না হওয়ায় দিল্লিসহ কয়েক রাজ্যে গণচিতা তৈরি করা হয়েছে।
এদিকে, নতুন এক তথ্যে দিশেহারা কর্ণাটক রাজ্যের পুলিশ। রাজ্যের রাজধানী বেঙ্গালুরু থেকে নিখোঁজ হয়েছেন ৩ হাজার করোনা রোগী। তাদের ফোনও বন্ধ। পুলিশ এখন হন্যে হয়ে তাদের খোঁজ শুরু করেছে।
বুধবার এমনই চাঞ্চল্যকর খবর দিয়েছেন রাজ্যের মন্ত্রী আর অশোকা।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর জনিয়েছেন, করোনা রোগীর নিখোঁজ হওয়া নতুন কিছু নয়। গত বছরও এমন ঘটনা ঘটেছিল। এই রোগীরা তাদের ফোন বন্ধ করে রাখায় সমস্যা হচ্ছে। বিষয়টি বেশ উদ্বেগজনক বলে জানান তিনি।
কর্ণাটকে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৪৭ জন এবং মৃত্যু হয়েছে ২২৯ জনের। করোনা সংক্রমণ রুখতে গত সপ্তাহে থেকে ১৪ দিনের লকডাউন চলছে। মানুষের চলাচল রুখতে নেয়া হয়েছে কড়া ব্যবস্থা। এমন এক পরিস্থিতিতে ওই ৩ হাজার করোনা রোগীর নিখোঁজ হয়ে যাওয়াতে ঘুম ছুটেছে পুলিশের। সূত্র: হিন্দুস্তান টাইমস।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/