ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে

সময়: 1:52 pm - May 4, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৯৮৩ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে মোট ৪ লাখ ৮ হাজার ৬২২ জনে দাঁড়ালো। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

এদিকে একই সময়ে ব্রাজিলে নতুন করে ২৪ হাজার ৬১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৪৭ লাখ ৭৯ হাজার ৫২৯ জনে দাঁড়াল।

যুক্তরাষ্ট্রের পর করোনাভাইরাসে মৃতের সংখ্যার দিক থেকে ব্রাজিল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ এবং সংক্রমণের সংখ্যার দিক থেকে দেশটি তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এদিক থেকে যুক্তরাষ্ট্র প্রথম এবং ভারত দ্বিতীয় অবস্থানে রয়েছে।

দক্ষিণ আমেরিকার এ দেশটি মহামারীর নতুন ঢেউ মোকাবেলা করছে। ফলে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে। এছাড়া ব্রাজিলের হাসপাতালগুলোতে করোনা রোগির চাপ অনেক বেড়ে যাওয়ায় জন স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।

ব্রাজিলে ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। খবর সিনহুয়া

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর