২৮ ঘণ্টা পর নিভলো সুন্দরবনের আগুন

আপডেট: May 4, 2021 |

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি আগুন নেভাতে আরও কয়েক ঘণ্টা লাগবে বলে দাবি করেছেন বন বিভাগের কর্মকর্তারা।

২৮ ঘণ্টা পর মঙ্গলবার (৪ মে) দুপুর ৩টার দিকে ফায়ার সার্ভিস, বন বিভাগ, সিপিজি সদস্য, স্থানীয়দের চেষ্টা ও বৃষ্টির ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সোমবার (৩ মে) বেলা ১১টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। তদন্ত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, আমরা সকাল সাড়ে ১০টার দিকে পানি দিয়ে আগুন নেভানো শুরু করি। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। যতক্ষণ পর্যন্ত আগুন সম্পূর্ণ নিভে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা পানি দিতে থাকবো।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা তদন্ত কমিটি গঠন করেছি।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর