ঈদের জামাত উন্মুক্ত স্থানে করার পরামর্শ স্বাস্থ্য অধিদফতরের

সময়: 6:19 pm - May 12, 2021 | | পঠিত হয়েছে: 1 বার

উন্মুক্ত স্থানে ঈদের জামাত আয়োজন করার পরামর্শ দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। দেশের আলেম, ওলামা এবং সংশ্লিষ্ট মহলকে বিষয়টি ভেবে দেখার আহ্বানসহ করোনা পরিস্থিতিতে কেন এটা করা দরকার, তাও জানিয়েছে অধিদফতর।

বুধবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতরের সাপ্তাহিক স্বাস্থ্য বুলেটিনে এ বিষয়ে বিস্তারিত জানান স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, ‘উন্মুক্ত স্থানে ঈদের জামাত আদায় করার পরামর্শে আমরা বিজ্ঞানকে প্রাধান্য দিয়েছি। খোলামেলা জায়গায় নিরাপদ দূরত্বে দাঁড়ালে এবং বায়ু প্রবাহ থাকলে, সেটি কিন্তু সংক্রমণ না ছড়ানোর কাজে সহায়তা করবে। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম মন্ত্রণালয় যেটি বলেছে, সেটি আমরা পরীক্ষা করে দেখবো। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আশা করি, আমরা খুব দ্রুত এটি সুরাহা করতে পারবো।’
এ সময় টিকার ঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা হিসাব করেছি, অন্তত ১২-১৩ লাখের ওপররে টিকার ঘাটতি আছে।’

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর