জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ শুরু

আপডেট: May 13, 2021 |

ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রমজানের ঈদের আনন্দকে ঘিরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানের দুই পঙক্তি পাঠের মধ্য দিয়ে তিনি ভাষণ শুরু করেন।

বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হওয়া এই ভাষণ রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সম্প্রচার করছে। এছাড়া বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশন এবং সামাজিক যোগাযোগমাধ্যমও ভাষণ সম্প্রচার করছে।

বাংলা নববর্ষ ও মাহে রমজান উপলক্ষে এর আগে গত ১৩ এপ্রিল জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন সন্ধ্যার পর বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায় এবং পরদিন থেকে রোজা শুরু হয়। এক মাস পর পবিত্র ঈদুল ফিতরের আগের সন্ধ্যায় আজ ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর