দিল্লিতে আরো এক সপ্তাহ বাড়ছে লকডাউন

আপডেট: May 16, 2021 |

দিল্লিতে লকডাউনের সময়সীমা আরো সাত দিন বাড়িয়ে দিয়েছে সরকার। নতুন ঘোষণা অনুসারে আগামী ২৪ মে পর্যন্ত লকডাউন চলবে ।

দিল্লিতে সংক্রমণের কয়েক দিন কিছুটা কমেছে। কিন্তু এখনো সংক্রমণের হার নামেনি ৫ শতাংশের নিচে। প্রশাসন বলছে, সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নামার জন্য অপেক্ষা করা হচ্ছে। এর আগে একাধিক ধাপে লকডাউন করায় সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে। তাই আর ঝুঁকি নিতে চায় না প্রশাসন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, লকডাউন ঘোষণার পর থেকে দিল্লিতে করোনা সংক্রমণের হার ধীরে ধীরে কমছে। শেষ কয়েক দিনে সংক্রমণের যে নিম্নগতি দেখা গিয়েছে, সেই হার আর হারাতে চায় না দিল্লি সরকার। সেই কারণেই আরো এক সপ্তাহ লকডাউনের কার্যকর থাকছে। আগামী সোমবার ভোর ৫টা পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর