ইসরায়েলের হামলায় বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে রবিবার

আপডেট: May 17, 2021 |

ইসরায়েলের সাথে ফিলিস্তিনির চলমান সংঘাত শুরুর পর থেকে গতকাল রবিবার সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় এদিন মারা গেছেন ৪২ জন ফিলিস্তিনি। গাজার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

গাজার কর্তৃপক্ষ বলছে, রবিবারের ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৬ জন নারী ও ১০ শিশুসহ অন্তত ৪২ জন নিহত হয়েছেন।

এদিকে ইসরায়েল বলছে, গত সোমবার থেকে শুরু হওয়া সংঘাতে দেশটিতে এখন পর্যন্ত রকেট হামলায় দুই শিশুসহ ১০ জন মারা গেছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, গত এক সপ্তাহে ফিলিস্তিনি জঙ্গিরা ইসরায়েলকে লক্ষ্য করে তিন হাজারের বেশি রকেট ছুড়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আরো বেশি সংঘাত হলে ওই এলাকায় ‘নিয়ন্ত্রণহীন সংকট’ তৈরি হবে। তিনি এমন ভয়ংকর সহিংসতা জরুরি ভিত্তিতে বন্ধের আহ্বান জানিয়েছেন।

সোমবার ভোরে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাস রকেট ছোড়ার পরপরই গাজা শহরের বেশ কয়েকটি এলাকায় বিমানের মাধ্যমে ৮০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।

রবিবার মধ্যরাতের পর পরই গাজার একটি ব্যস্ত সড়কে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত তিনটি ভবন ধসে পরে এবং অনেকে নিহত হয়। এরপর প্রায় সারা রাত ধরে এবং বিকেলে ইসরায়েলের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে রকেট ছোড়ে হামাস।

সাইরেন বাজার সঙ্গে সঙ্গে লাখ লাখ ইসরায়েলি নিরাপদ আশ্রয়ে গিয়ে আশ্রয় নেন। ফিলিস্তিনিরাও সতর্কতা অবলম্বন করার চেষ্টা করেছে। কিন্তু জনবহুল এবং দরিদ্র গাজা উপত্যকার অনেক বাসিন্দার আসলে যাওয়ার মতো তেমন কোন নিরাপদ আশ্রয় ছিল না।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর