চোখ বন্ধ করে বিদেশি পরামর্শক নেবো না: পরিকল্পনামন্ত্রী

সময়: 3:38 pm - May 18, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিদেশি পরামর্শকদের আমরা স্বাগত জানাই। যতোটুকু আমাদের বিচারে কাজে লাগে, ততোটুকু নেয়া হবে। ঢালাওভাবে বিদেশি হলেই আমরা নিয়ে নেবো, এটা ঠিক না।

যাচাই-বাছাই করে যেগুলো আমাদের প্রয়োজন হবে, সেগুলোই নেবো। আমরা চোখ বন্ধ করে বিদেশি পরামর্শক নেবো না।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

কৃষক ও প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে এম এ মান্নান বলেন, বিশ্বে যে ক্ষতি হয়েছে করোনার কারণে, তার মধ্যে আমরা ভালো করেছি। সবচেয়ে ধন্যবাদ আমাদের কৃষক, শ্রমিকদের। তাদের কারণে আমরা প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছি। প্রধানত কৃষি ও বিদেশি শ্রম খাত থেকে এসেছে।

আজকের এনইসি সভায় নতুন অর্থবছরে (২০২১-২২) এক হাজার ৫১৫টি প্রকল্পের জন্য দুই লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি নয় লাখ টাকা ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় সংসদে এর চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর