ড্রোন ভূপাতিত করার দাবি করল ইসরাইল

সময়: 8:17 pm - May 18, 2021 | | পঠিত হয়েছে: 2 বার

জর্ডান সীমান্ত দিয়ে ইসরাইলের উত্তরাঞ্চলে একটি ড্রোন প্রবেশ করার পর সেটিকে ধ্বংস করার দাবি করেছে সেনারা। ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, সকালে জর্ডান সীমান্ত দিয়ে একটি ড্রোন প্রবেশ করছিল, এ অবস্থায় সেটিকে ভূপাতিত করা হয়েছে।

দৈনিক ‘টাইমস অব ইসরাইল’ জানিয়েছে, ড্রোনটি বেইত শাউন এলাকার দিকে যাচ্ছিল। সেনাবাহিনী ড্রোনটির ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে। ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ড্রোনটি জর্ডানের দিক থেকে প্রবেশ করলেও এটি কারা পাঠিয়েছে তা স্পষ্ট নয়।

ফিলিস্তিনিদের ওপর নতুন করে সর্বাত্মক হামলা শুরুর পর থেকে ইসরাইল সীমান্তের দেশগুলোর জনগণও ব্যাপক প্রতিবাদ জানাচ্ছে। অনেকে প্রতিবাদ হিসেবে সীমান্ত অতিক্রম করে ইসরাইলে প্রবেশের চেষ্টা করছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর