পাকিস্তানে ফিলিস্তিনের পক্ষের মিছিলে বোমা, নিহত ৬

আপডেট: May 21, 2021 |

পাকিস্তানে সম্প্রতি ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে আয়োজিত একটি মিছিলে বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৩ জন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, দক্ষিণপশ্চিমে আফগানিস্তান সীমান্তবর্তী চমন নগরীতে শুক্রবার এ বোমা হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ প্রধান জাফর খান রয়টার্সকে বলেন, পাকিস্তানের একটি কট্টর ধর্মীয় দল ফিলিস্তিনের পক্ষে ওই মিছিলের আয়োজন করেছিল। ওই দলের নেতার গাড়ি লক্ষ্য করে বোমা বহনকারী একটি মোটরসাইকেল চালিয়ে দেওয়া হয়।

মিছিল শেষে লোকজন যখন ফিরে যাচ্ছিলেন তখনই বোমার বিস্ফোরণ ঘটে বলেও জানান তিনি।

পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে এই ঘটনার দায় কেউ স্বীকার করেনি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর