বাংলাদেশ মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেল

আপডেট: May 24, 2021 |

মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। এ নিয়ে ভারতের গণমাধ্যম মোদি সরকারের তীব্র সমালোচনা করছে। প্রশংসা করা হচ্ছে বাংলাদেশের।

রোববার ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন ২ হাজার ২২৭ মার্কিন ডলার। বর্তমান বাজার দরে বাংলাদেশি মুদ্রায় এই অঙ্ক ১ লাখ ৮৮ হাজার ৮৫০ টাকা।

আর প্রতিবেশি দেশ ভারতের মানুষের মাথাপিছু আয় ১ হাজার ৯৪৭ ডলার। বাংলাদেশি টাকায় যা ১ লাখ ৬৫ হাজার ১০৫ টাকা।

এ হিসাবে দেখা যাচ্ছে, বাংলাদেশের চেয়ে ভারতের মাথাপিছু আয় ২৮০ ডলার কম। অর্থাৎ ভারতের একজন নাগরিকের চেয়ে বাংলাদেশের একজন নাগরিক এখন বছরে ২৩ হাজার ৭৪৪ টাকা বেশি আয় করেন।

প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ মহামারি এবং প্রাণঘাতী এই রোগ মোকাবেলায় নেওয়া লকডাউন ভারতের অর্থনৈতিক সংকোচনের অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ ডলার। তার আগের অর্থবছরে (২০১৮-১৯) ছিল ১ হাজার ৯০৯ ডলার।

২০০৭ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের মাথাপিছু আয়ের অর্ধেক ছিল।

মাথাপিছু আয়ে বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে যাওয়া নিয়ে হিন্দুস্তান টাইমস-এর বাংলা সংস্করণে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

‘“অচ্ছে দিন”‌ সোনার পাথর বাটি? বাংলাদেশের মাথাপিছু আয় ছাপিয়ে গেল ভারতকে’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভারতকে ছাপিয়ে গেল বাংলাদেশের মাথাপিছু গড় আয়। প্রকাশ্যে চলে এল দেশের অর্থনীতির রুগ্ন চেহারা। বাংলাদেশের গড় মাথাপিছু পরিসংখ্যান প্রকাশের পর দাবি বিশেষজ্ঞদের।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর