অগ্ন্যুৎপাতের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে: কঙ্গো প্রেসিডেন্ট

আপডেট: May 30, 2021 |

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন ডি আর কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স তাশিকেদি। আরো একটি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে ভুলক্রমে তার সরকারের এ ঘোষণার পর শনিবার এমন দাবি করেছেন প্রেসিডেন্ট ফেলিক্স।

সপ্তাহ খানেক আগে মাউন্ট নিরাগঙ্গো থেকে অগ্ন্যুৎপাত শুরু হলে হাজার হাজার লোক ওই এলাকা ছাড়তে বাধ্য হয়। এ প্রেক্ষাপটে এক সংবাদ সম্মেলনে ফেলিক্স বলেন, পরিস্থিতি গুরুতর, কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে।

আফ্রিকার অন্যতম সক্রিয় এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যৎপাত শুরুর পর পূর্বাঞ্চলীয় গোমা শহর থেকে প্রায় ৪ লাখ লোককে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। তারা যেন এখনই গোমায় ফেরার উদ্যোগ না নেয় সে বিষয়ে ফেলিক্স সতর্ক করে বলেছেন, ভূ অভ্যন্তরে লাভা প্রবাহিত হচ্ছে। এটি শহরের যে কোন জায়গায় যে কোন সময় বিস্ফোরিত হতে পারে।

প্রতিবেশী রুয়ান্ডায় আশ্রয় নেয়া এক হাজারেরও বেশি লোক শনিবার কঙ্গোর উদ্দেশ্যে ক্যাম্প ছাড়ার পর এ বিষয়ে সতর্ক করেন তিনি।

এদিকে দিনের শুরুতে কঙ্গো সরকার অন্য একটি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যৎপাতের ঘোষণা দিয়েছিল। পরে এটি ভুল বলে স্বীকার করেছে। সূত্র-বাসস

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর