ভারতের উত্তরপ্রদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে উত্তর প্রদেশের গোন্ডা জেলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আজ বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
বিস্ফোরণে হতাহতের পাশাপাশি দুটি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। বিধ্বস্ত ভবনের নিচে আটকা পড়ে আছে আরও অন্তত ১৫ জন। এতে হতহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
রাজ্যটির ফায়ার সার্ভিস জানায়, রাতে রান্নার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে দুটি লাগোয়া ভবন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে জানা যায়নি। হতহতদের মধ্যে দুজন নারী ও কয়েকজন শিশু রয়েছে। আটকেপড়াদের উদ্ধারে বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছে পুলিশ।
বৈশাখী নিউজ/ বিসি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/