বায়ার্ন মিউনিখের হয়ে কাটিয়েছেন আরেকটি দুর্দান্ত মৌসুম। এর দারুণ এক স্বীকৃতি পেলেন রবের্ত লেভানদোভস্কি। জার্মান প্রফেশনাল ফুটবলার ইউনিয়নের ভোটে বুন্দেসলিগার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন এ পোলিশ স্ট্রাইকার। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের জুড বেলিংহ্যাম।
২০২০-২১ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ গোলদাতা ছিলেন লেভানদোভস্কি। বায়ার্নের টানা নবম বুন্দেসলিগায় শিরোপা জয়ে রাখেন অগ্রণী ভূমিকা। মাঝে চোটের জন্য বাইরে ছিলেন বেশ কিছুটা সময়। তার অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগে সুবিধা করতে পারেনি মিউনিখের দলটি। শেষ আট থেকে জার্মান চ্যাম্পিয়নদের বিদায় করে দেয় পিএসজি।
সদ্য শেষ হওয়া মৌসুমে লেভানদোভস্কি কিংবদন্তি জার্ড মুলারের বুন্দেসলিগায় এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙেন ৪১ গোল করে।
ডর্টমুন্ডের হয়ে এবার সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচ খেলে ৪ গোল করেন তরুণ ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম। মৌসুমের শুরুতে বার্মিংহ্যাম সিটি থেকে জার্মান দলটিতে যোগ দেন তিনি।
বৈশাখী নিউজ/ বিসি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/