সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উক্ত কম্পিউটার অপারেটর রফিকুল ইসলাম শুক্রবার দুপুরের দিকে অফিসে যাওয়ার পাথে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার জংলিপুর জোড়া ব্রীজের সন্নিকটে ভ্যানের সাথে বারি খেয়ে আহত হয়।
তাকে আশংকাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কোন অভিযোগ না থাকায় পুলিশ বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
এদিকে বৃহস্প্রতিবার সন্ধ্যা রাতে সোবাহান সরকার মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে ওই মহাসড়কের ভেংরী এলাকায় কাবার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় রাতেই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/