সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৃথক দুটি বজ্রপাতে কৃষকসহ ২ জন নিহত হয়েছে।
তারা হলো, উক্ত উপজেলার পাড়মোড়দহ গ্রামের সেলিম রেজা (৩০) ও হাওড়া গ্রামের আব্দুল আলিম (৩৭)। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
বাঙ্গলা ইউপি চেয়ারম্যান সোহেল রানা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা রাতে কৃষক সেলিম রেজা অটোভ্যানে করে ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতের কবলে পড়ে নিহত হয়।
এছাড়া বড় পাঙ্গসী ইউপি চেয়ারম্যান লিটন সরকার জানান, একই সময় আব্দুল আলিম অটোভ্যানে করে যাত্রী নিয়ে মোহনপুরে যাচ্ছিল।
এ সময় চারা বটতালা নামকস্থানে পৌঁছলে বজ্রপাতে আলিম নিহত হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয়। শুক্রবার সকালে তাদের জানাযা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যুর ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রিপোর্ট দিলে তাদেরকে আর্থিক সহযোগিতা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/